• 01640951604
  • help@oporajoy.org
  • Govt Reg No: C-142200/2017
অপরাজয় ক্যাম্পেইন করার নিয়ম

অপরাজয় ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মে কিভাবে ক্যাম্পেইন তৈরি করা যায়। অপরাজয় ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মে ক্যাম্পেইন তৈরি করার নিয়ম। অপরাজয় ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মে ক্যাম্পেইন তৈরি করার উপায়। সহজে বলতে আপনাদের সকলের সব ধরনের প্রশ্নের উত্তর এই ব্লগটি পড়লে এবং দেখলে বুঝতে পারবেন এবং অপরাজয় এর মধ্যে ক্যাম্পেইন করতে পারবেন।


STEP-01

অপরাজয় ওয়েবসাইটে ক্যাম্পেইন করতে হলে প্রথমে আপনাকে ভিজিট করতে হবে oporajoy.org ওয়েবসাইটে। ওয়েবসাইটের হোম পেইজে ডান কোনায় দেখতে পাবেন লগইন এবং রেজিষ্ট্রেশন বাটন। নিচের দেখানো ছবির এখানে রেজিষ্ট্রেশন বাটনে ক্লিক করুন।



STEP-02

রেজিষ্ট্রেশন বাটনে ক্লিক করার পরে আপনি এমন একটি রেজিষ্ট্রেশন ফর্ম খেতে পাবেন। যেখানে আপনাকে পূরন করতে হবে নাম, ইউজার নেইম, ইমেইল, দেশের নাম, সিটি বা শহর এবং পাসওয়ার্ড। তারপর চেক বক্সে ক্লিক করে রেজিষ্ট্রেশন বাটনে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করার পূর্বে টার্মস অফ সার্ভিস এবং প্রাইভেসি পলিসি গুলো পড়বেন।




STEP-03

রেজিষ্ট্রেশন বাটনে ক্লিক করার পরে আপনি নিচের দেয়া পেইজটি দেখতে পাবেন। এখানে ডান কোনায় দেখবেন ড্যাশবোর্ড এবং লগআউট বাটন। আপনাকে ক্লিক করতে হবে ড্যাশবোর্ড বাটনে।



STEP-04

ড্যাশবোর্ড বাটনে ক্লিক করার পর আপনার সামনে আসবে ভেরিফাই ইউর একাউন্ট এই পেইজটি। এখানে ভেরিফাই কোডটি দেয়ার জন্য আপনাকে স্টেপ ৫ এবং স্টেপ ৬ দেখতে হবে। ইমেইল থেকে কোড সংগ্রহ করে ভেরিফাই কোড বক্সে টাইপ করবেন অথবা পেস্ট করবেন তারপর ভেরিফাই মেইল বাটনে ক্লিক করবেন।



STEP-05

ভেরিফাই কোডটি পাওয়ার জন্য মেইল অপেন করবেন। মেইলের ইনবক্সে অপরাজয় থেকে একটি ইমেইল পাবেন। ইনবক্সে ইমেইলটি না পেলে স্প্যাম বক্সে ইমেইলটি চেক করবেন।


STEP-06

ইমেইলটি ওপেন করার পর নিচের ছবির মত একটি কোড পাবেন। এক এক জনের কোড এক এক রকম আসবে। আপনার ইমেইলে যে কোডটি থাকবে সেটা কপি করে স্টেপ ০৪ এর ভেরিফাই ইউর একাউন্ট এই পেইজে ভেরিফাই কোড বক্সে টাইপ করবেন অথবা পেস্ট করবেন তারপর ভেরিফাই মেইল বাটনে ক্লিক করবেন।



STEP-07

ইমেইল ভেরিফাই হওয়ার পর আপনি ড্যাসবোর্ড দেখতে পাবেন। ড্যাসবোর্ড এর অনেক গুলো মেনু রয়েছে যেখান থেকে আপনি এডিট প্রোফাইল সিলেক্ট করবেন। এডিট প্রোফাইল এর প্রতিঠি বক্স সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন। মনে রাখবেন এই এডিট প্রোফাইল (Edit Profile) ফর্মটি পূরণ না করলে আপনার ক্যাম্পেইন বাদ দিয়ে দেয়া হবে। এই ফর্মে দিতে হবে ফোন নাম্বার, স্টেইট বা জেলা, জিপ কোড বা ডাকঘর নাম্বার যা আপনার ভোটার আইডি এর ব্যক সাইডে দেখতে পাবেন, সম্পূর্ণ ঠিকানা দিবেন- যেমন (বাড়ির নাম, গ্রামের নাম, ডাক ঘরের নাম) শহরে হলে- বাসার নাম্বার, রোড নাম্বার, ফ্লোর নাম্বার ইত্যাদি, এবং ইমেজ সেকশনে ১৫০x১৫০ একটি ছবি আপলোড করবেন। সব কিছু লেখা এবং আপলোড করা শেষ হলে সেইভ চেঞ্জ বাটনে ক্লিক করবেন।



STEP-08

ক্যাম্পেইন লিস্ট এই মেনুটা দেখতে না পেলে আমাদের সাথে যোগাযোগ করুন। 01640951604 (whatsapp) আমাদের এডমিন প্যানেল থেকে আমরা আপনাকে ক্যাম্পেইন করার পারমিশন দিয়ে দিব। পারমিশন পাওয়ার পর ওয়েবসাইটটা রিলোড দিবেন। রিলোড দেয়ার পর Campaigns List মেুন দেখতে পাবেন। Campaigns List (ক্যাম্পেইন লিস্ট) মেনুতে ক্লিক করবেন। এই পেইজের ডান কোনায় দেখবেন ক্রিয়েট নিউ ক্যাম্পেইন (Create New Campaign) এখানে ক্লিক করলে ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য একটি ফর্ম আসবে।




STEP-09

Create New Campaign পেইজে আপনার ক্যাম্পেইন তৈরি করার যাবতীয় উপকরন গুলো দিতে হবে। প্রথমে দিবেন টাইটেল, দৃষ্টিনন্দন এবং আকর্ষনিয় একটি টাইটেল (Title) দিবেন। কনটেন্ট এর ঘরে মূল লেখাটা দিবেন। এমাউন্ট (Amount) এর ঘরে টাকার পরিমান দিবেন যত টাকা আপনি ফান্ডিং করতে চান। Excerpt এর ঘরে একটি সংক্ষিপ্ত বিবরন দিবেন এক লাইনে। কোন বিষয়ে ক্যাম্পেইন করছেন তার ক্যাটাগরী (Category) সিলেক্ট করবেন। কত দিন পর্যন্ত এই ক্যম্পইন চলবে তার একটা ডেডলাইন (Deadline) দিবেন। সবাই যে ছবিটা দেখতে পাবে ক্যাম্পেইন শুরুর মুহুর্তে সেই জন্য ১৯২০x১২৮০ সাইজের একটি ছবি দিবেন ইমেইজ (Image) এর ঘরে। জরুরি কোন ডকুমেন্ট থাকলে তা মেডিকেল ডকুমেন্ট এর বক্সে আপেলাড করবেন। ছবি গুলো অব্যশই সাইচ ২এমবি (2MB ) এর কম রাখবেন। তারপর পাবলিশ ক্যাম্পেইন বাটনে ক্লিক করে ক্যাম্পেইনটা পাবলিশ করবেন।



নোট: এর পরেও ক্যাম্পেইন করতে না পারলে আমাদের  01640951604 (whatsapp) নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন।


Related Post