-
Job Context
OPORAJOY এর ভলান্টিয়ার হতে চাও?
অপরাজয় বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন সমস্যার জন্য ফান্ড সংগ্রহ করার সুযোগ রয়েছে। পৃথিবীর উন্নত দেশ গুলোতে অর্থ সংগ্রহের জন্য ক্রাউডফান্ডিং অনেক জনপ্রিয় মাধ্যম। বাংলাদেশেও এর কার্যক্রম ও পরিধি বিস্তার করার লক্ষ্যে অপরাজয় এর কিছু সংখ্যক ভলান্টিয়ার প্রয়োজন।
স্বেচ্ছায় শ্রম দেয়ার মনোভাব রয়েছে এমন প্রাপ্ত বয়ষ্ক পুরুষ বা মহিলা, ছাত্র-ছাত্রী এখানে আবেদন করতে পারেন। যাদের পূর্বে কোন সামাজিক সংগঠনের সাথে ভলান্টিয়ার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদেরকে বিশেষ অগ্রাধিকার দেয়া হবে।
অপরাজয় থেকে ভলান্টিয়ারগণ যা পাবেন
- ভলান্টিয়ার সার্টিফিকেট
- ভলান্টিয়ার আইডি কার্ড
- টি-শার্ট, ক্যাপ, মগ, ক্যালেন্ডার
-
Job Responsibility
ভলান্টিয়ার এর দায়িত্ব ও কাজের পরিধি
ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মে মূলত দুই ধরণের কাজ হয়ে থাকে। একদল তাদের সমস্যা গুলো নিয়ে ক্যাম্পেইন করবেন। অন্য একদল ক্যাম্পেইন গুলোতে ডোনেট করবেন। এই ডোনার এবং ক্যাম্পেইনার যাতে নির্বিঘ্নে তাদের কাজ গুলো সম্পন্ন করতে পারে, সেই কাজটি মূলত অপরাজয় করে থাকে। একজন ভলান্টিয়ার এর কাজ হচ্ছে যারা ক্যাম্পেইন করবে তাদের দেয়া তথ্য গুলো সঠিক কিনা তা যাচাই করা। নিচে উদাহরণ এর মাধ্যমে বুঝিয়ে দেয়া হল-
ধরি, নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার বৃদ্ধ রহিম চাচা একটি ক্যাম্পেইন করেছেন তার কিডনি অপারেশনের জন্য ফান্ড সংগ্রহ করতে। রহিম চাচার সকল তথ্য সঠিক কিনা তা যাচাই করার জন্য অপরাজয় এর সোনাইমুড়ি থানার আওতাধীন ভলান্টিয়ারকে পাঠানো হবে তার তথ্য গুলো যাচাই বাছাই করার জন্য। সোনাইমুড়ি থানার আওতাধীন ভলান্টিয়ার যদি অপরাজয়কে নিশ্চিত করে রহিম চাচার তথ্য সমূহ সঠিক শুধুমাত্র তাহলেই অপরাজয় রহিম চাচার ক্যাম্পেইনটি ওয়েবসাইটে প্রকাশ করবে।স্বেচ্ছাসেবীদের অন্যান্য কাজ সমূহ হচ্ছে-
- বৃক্ষ রোপণ কর্মসূচি করলে উক্ত কাজে অপরাজয়কে সাহায্য করা।
- শীত বস্ত্র প্রদান করলে উক্ত কাজে সাহায্য করা।
- বন্যায় ত্রাণ কর্মসূচি হলে উক্ত কাজে সাহায্য করা।
- নিজে ক্রাউড ফান্ডিং সম্পর্কে জানা এবং অন্যদের এই বিষয়ে জানানো।
- অপরাজয় এর ফেইসবুক গ্রুপে যোগ দেয়া এবং বন্ধু, পরিবার ও আশেপাশের সাহায্যপ্রার্থী মানুষদের এখানে সম্পৃক্ত করা।
- কিভাবে ক্যাম্পেইন করতে হয় তা জানা এবং অন্যদের তা শিখানো।
- অনলাইনে ডোনেশন করার পদ্ধতি জানা এবং অন্যদের তা শিখানো।
- অপরাজয় ক্রাউডফান্ডিং কি? তা জানা।
- নিজ এলাকার লোকজনের সুবিধা অসুবিধা সম্পর্কে খোঁজ খবর রাখা, কেউ বিপদে পড়লে তাকে ক্যাম্পেইন এর মাধ্যমে সাহায্য করা।
শিক্ষাগত যোগ্যতা : কমপক্ষে এস.এস.সি পাশ হতে হবে।
বয়স : অবশ্যই ১৮ থেকে ৪০ বছর হতে হবে।
কাজের সময় : ভলান্টিয়ার এর নিজ এলাকার কোন ব্যক্তি ক্যাম্পেইন করলে তখন আমরা ভলান্টিয়ার কে সেই ক্যাম্পেইন এর ব্যাপারে অবগত করব। ভলান্টিয়ার এর সময় সুযোগ মত তিনি ক্যাম্পেইনটি ভ্যারিফাই করতে পারবেন।
যোগ্যতা ও অভিজ্ঞতা : সম্পূর্ণ লেখাটি পড়ে বুঝে নিম্নে প্রদত্ত ইমেইলে সিভি/জীবন বৃত্তান্ত পাঠানোকে যোগ্যতা ও অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করা হবে।
সিভি/জীবন বৃত্তান্ত দেয়ার নিয়ম: জীবন বৃত্তান্ত দেয়ার সময় সাথে আপনার ভোটার আইডি নাম্বার অথবা জন্মনিবন্ধনের নাম্বার টা যুক্ত করবেন। সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি জীবন বৃত্তান্তর সাথে যুক্ত করে দিবেন। জরুরি প্রয়োজনে ২জনের যোগাযোগ নাম্বার দিবেন।
সোশ্যাল মিডিয়া/সামাজিক মাধ্যমে যুক্ত হতে
(ক) ফেইসবুক গ্রুপ - https://www.facebook.com/groups/oporajoy.org
(খে) ফেইসবুক পেইজ - https://www.facebook.com/oporajoy.org/
(গ) টুইটার লিঙ্ক - https://twitter.com/oporajoy_org
(ঘ) ইনস্টাগ্রাম লিঙ্ক - https://www.instagram.com/oporajoy_org/
(ঙ) পিন্টারেস্ট লিঙ্ক - https://www.pinterest.com/oporajoy/
ভলান্টিয়ার হিসেবে কাজ করার সুবিধা :
১) ভলান্টিয়ার কাজ একজন মানুষের নিজের উপর আত্মবিশ্বাস বাড়ায়। নানা চ্যালেঞ্জিং কাজ হাসিমুখে করতে শিখে যায় একজন ভলান্টিয়ার।
২).যারা সমাজের জন্য, মানুষের জন্য, দেশের জন্য কিছু করতে চায় তারাই মূলত স্বেচ্ছাসেবী কাজগুলো করতে আসে। আপনার ছোট একটা কাজ হয়তো আপনার জন্য কিছু না। কিন্তু এভাবে অনেক ভলান্টিয়ারের ছোট কাজ মিলে পরিবর্তন নিয়ে আসে পুরো সমাজে।
৩) একজন স্বেচ্ছাসেবী তার কাজের জন্য প্রতিনিয়ত নতুন নতুন মানুষের সাথে মেশে, কাজ করে। এতে যেমন একদিকে নেটওয়ার্ক গড়ে ওঠে তেমনি পেশাগত জীবনে কাজের এই দক্ষতা একজন স্বেচ্ছাসেবীকে প্রতিযোগিতামূলক চাকরির বাজারে এক ধাপ এগিয়ে দেয়।
৪) প্রতিনিয়ত নতুন কাজ শেখা, নতুন চ্যালেঞ্জ। একজন স্বেচ্ছাসেবী প্রতিনিয়ত শিখে ও আরও দক্ষ হয়ে ওঠে নিজ কাজে। তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান প্রায় সময় ট্রেনিং, ওয়ার্কশপের আয়োজন করে তাদের ভলান্টিয়ারদের জন্য।
৫) নতুন নতুন বন্ধু বানানো, নতুন মানুষের সাথে মেশা এসব কিছুর জন্য ভলান্টিয়ারের কাজ একটি ভালো মাধ্যম।
৬) যখন কেউ চাকরীর ইন্টারভিউতে যায় অথবা পড়াশোনার জন্য বিদেশে এপ্লাই করে, তার ভলান্টারি কাজ এক্ষেত্রে তাকে এগিয়ে দেয় আরও ১০ জনের চেয়ে। আপনি ভলান্টিয়ার হিসেবে কাজ করেছন, তার মানে আপনি কিছু হলেও কাজ শিখেছন, কিছুটা হলেও দক্ষতা আপনার আছে যা তোমার ভালো ইমপ্রেশন বানাতে সহায়ক পেশাগত জীবনে।
যোগাযোগ :
ইমেইল : info@oporajoy.org
মোবাইল : 01640951604 (WhatsApp)
ফেইসবুক পেইজ : www.facebook.com/oporajoy.org
ওয়েবসাইট : www.oporajoy.org
-
Educational Requirement
কমপক্ষে SSC পাশ হতে হবে।
-
Experience Requirement
প্রয়োজন নেই
-
Additional Requirement
প্রয়োজন নেই
Jobs Information
-
Company Name
অপরাজয় -
Job Category
Volunteer -
Job Position
ভলান্টিয়ার -
Job Type
project based -
Salary
0 -
Job Location
নিজ নিজ ইউনিয়ন, থানা অথবা জেলা -
Deadline
30 Jun 2022