Volunteer

অপরাজয় বাংলাদেশের প্রথম এবং পূর্নাঙ্গ ডিজিটাল ডোনেশন বেইজ ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম। ২০১৭ সালের ডিসেম্বরে আমরা আনুষ্ঠানিক ভাবে শুরু করি এর কার্যক্রম। উন্নত বিশ্বে এই সিস্টেমটা অনেক জনপ্রিয় হলে্ও আমাদের দেশে এটা একদমই নতুন। এই নতুন প্ল্যাটফর্ম টি আপমর জনসাধারনের মধ্যে ছড়িয়ে দেয় হবে আমাদের কাজ।


উইকিপিডিয়া  তথ্য অনুসারে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৭ কোটি (প্রায়)। এই বিশাল জনগোষ্ঠিার বেশির ভাগ লোকজন নানাবিধ সমস্যায় জীবন যাপোন করছে। আমরা এই শুরু করার পর থেকে এখন পর্যন্ত অনেক গুলো ক্যাম্পেইন ক্রিয়েট হয়েছে।


ভালান্টিয়ার হওয়ার শর্ত-

১. স্বেচ্ছায় শ্রম দেওয়ার মানসিকতা থাকতে হবে ও দেশ ও মানুষের জন্য কাজ করার আগ্রহ থাকতে হবে। 

২. কোনো কাজের দায়িত্ব আপনার উপর চাপিয়ে দেওয়া হবেনা। আপনি আগ্রহী থাকলে আপনাকে আপনার পছন্দের কাজেটি দেওয়া হবে। নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবে। 

৩. সংগঠনের কোনো প্রোগ্রামে আসার জন্য আপনাকে জোর করা হবেনা। সময় ও সুযোগ থাকলে আসতে পারেন।

৪. ১৭ বছর বয়সের নিচে কেউ ভলান্টিয়ার হতে পারবে না।


ভালান্টিয়ারদের সুবিধা সমুহ -

১. প্রত্যেক ভলান্টিয়ার টিশার্ট, আইডিকার্ড ও সার্টিফিকেট পাবে। (শর্ত প্রযোজ্য) 

২. এ্যক্টিভ ভলান্টিয়ারা বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ ও কনফারেন্সে অংশগ্রহনের সুযোগ পাবে। 

৩. সুপার এ্যক্টিভ ভালান্টিয়ারদের পদোন্নতি দেওয়া হতে পারে।। 

৪. প্রতি বছর দুইজন ভলান্টিয়ারকে "ভলান্টিয়ার অফ দি ইয়ার" এওয়ার্ড প্রদান করা হবে।