সাধারনভাবে বলতে গেলে ক্রাউড ফান্ডিং বলতে, কোন একটি প্রোজেক্ট বাস্তবায়নের জন্যে অল্প অল্প করে অনেকের কাছ থেকে অর্থ সংগ্রহের প্রক্রিয়াকে বুঝায় ।
ইন্টারনেটের সুবিধা ব্যবহার করে অনেক মানুষ এর কাছ থেকে অল্প পরিমানে এই অর্থ সংগ্রহ করা হয়।
যেকোন সমস্যা সমাধান এর জন্য এই অর্থ সংগ্রহ করা যেতে পারে। যেমন: অসহায় কোন ব্যক্তির জন্যে অর্থ সংগ্রহ ।
অপরাজয় হচ্ছে একটি ক্রাউডফান্ডিং প্লাটফর্ম, যার মাধ্যমে সমস্যার কথা উপস্থাপন করে খুব সহজেই টাকা তুলতে পারবেন। অপরাজয় আপনাকে ডোনেশন কালেক্ট করে দিবে না বরং আপনার উত্তোলনকৃত টাকার নিরাপত্তা এবং সঠিক ভাবে আপনার কাছে পোঁছে দেয়ার দ্বায়িত্ব অপরাজয়ের।
অনেকেই অপারাজয় ব্যবহার করে তাদের ইভেন্ট শেয়ার করছে তাদের বন্ধু এবং আত্মীয়-স্বজনদের সাথে। আর বন্ধুরা শেয়ার করছে তাঁদের বন্ধুদের সাথে। আর এভাবেই একে অন্যের জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দিচ্ছে এবং টাকা উত্তোলনে সহযোগীতা করছে।
অপরাজয় ব্যবহার করা খুবই সহজ একটি কাজ। মাত্র ৩টি ধাপ সম্পন্ন করেই আপনি পেয়ে যেতে পারেন আপনার প্রয়োজনের টাকা। আর পূরন হতে পারে আপনার স্বপ্ন, মিটে যেতে পারে আপনার সমস্যা, সুস্থ হতে পারে আরো একজন মানুষ, বাঁচতে পারে আরো একটি প্রান।
১। ক্যাম্পেইন তৈরি করা-
এটা ফ্রি এবং সব সময়ের জন্য। আপনি কোন রকম টাকা ছাড়াই এখানে ক্যাম্পেইন তৈরি করতে পারবেন সম্পূর্ন ফ্রি। আপনার সমস্যার কথা শেয়ার করুন টেক্সট, ভিডিও এবং ইমেজ এর মাধ্যমে। আর মুহুর্তের মধ্যে টাকা উত্তোলন শুরু করুন। প্রত্যেকটা স্টেপ এ আপনাকে সহযোগীতা করবো আমরা।
২। শেয়ার-
ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কড ইন, পিন্টারেস্ট, ওয়েবসাইট, ব্লগস এবং ইমেইল এর মাধ্যমে শেয়ার করুন। অপরাজয় সাহায্য করবে আপনার ফান্ড কালেকশন এবং বৃদ্ধিতে ।
৩। রিসিভ-
আপনার ক্যাম্পেইন এর জন্য উত্তোলনকৃত টাকা খুব সহজেই আপনার ব্যাংক একাউন্ট এর মাধ্যমে নিয়ে নিতে পারবেন ।